** নববর্ষ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
** নববর্ষ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
পুরনো কে যাই ভুলে
খুশিতে প্রাণ খুলে
নতুনেরই করি আহ্বান
ভুলে যাই রোগ
করি উপভোগ
নতুনের গাহি জয় গান।
বাঁচবো মোরা সুখে
স্বপ্ন নিয়ে বুকে
সবার মঙ্গলে করবো কাজ
ডুবে যাব সৃষ্টিতে
পড়ুক সবার দৃষ্টিতে
সুস্থ সমাজ গড়বো আজ।
যাব ভুলে ব্যথা
কাঁদবো না অযথা
আনন্দে করি মাতামাতি
ভালো কিছু করি
হাল তবে ধরি
নয় আর হাতাহাতি।
যাই ভুলে শোষণ
করবো না তোষণ
এই হোক জীবনের গান
দুর্নীতি থাকি ভুলে
ভগ্ন স্মৃতি গুলে
খুশিতে সকলেরে টান।
নব নব গানে
সবুজ সতেজ প্রাণে
জীবন হোক আলো
নতুন করে বাঁচা
একটু কাছে আসা
কাটুক বর্ষ ভালো।
0 Comments