ময়না ব্লকের ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ আনুখা উদয়ন সংঘ গুটিগুটি পায়ে এ বছর 57 তম বর্ষপূর্তি উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। দক্ষিণ আনুখা হাইস্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকালে ম্যারাথন দৌড় এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জানা যায় তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস , জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, প্রাক্তন শিক্ষক শচীন্দ্রনাথ সামন্তসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। প্রথম দিনের অনুষ্ঠানে ফিতে কেটে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করলেন শেখ শাহজাহান আলী । তিন দিনব্যাপী আবৃত্তি প্রতিযোগিতা,বসে আঁকো প্রতিযোগিতা, নিত্য প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো এরকম একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভা সহ শীত বস্ত্র প্রদানের আয়োজন করা হয়েছে।
0 Comments