কৃপানন্দপুর জাগরণ সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

 কৃপানন্দপুর জাগরণ সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।


 বর্তমানে ময়না সহ  বিভিন্ন এলাকায়  দেবদেবীর পূজার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর জাগরণ সংঘ একটু অন্যরকম। জাগরণ সংঘের সদস্যগণ এলাকায় ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়ে পথচলা শুরু করে।  দীর্ঘ কয়েক দশক ধরে  এলাকায় ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার দিশারী কৃপানন্দপুর জাগরণ সংঘ। আজ সকাল ন'টায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী শোভাযাত্রায় শতাধিক কচিকাচা অংশগ্রহণ করে। উল্লেখ্য এই শোভাযাত্রা থেকে চারাগাছ হাতে করে  সবুজায়নের বার্তা দেওয়া হয়। আগামী পহলা জানুয়ারি ২০২৫ বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।


Post a Comment

0 Comments