জলই জীবন। তবে মাঝে মাঝে সেই জল দ্বারাই মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগ-জীবাণু। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিশুদ্ধ জলের অভাবে মানুষের শরীরে ৫০%-৭০% পর্যন্ত রোগ হতে পারে। আর সেকারণেই ছাত্রদের মৌলিক সুযোগ-সুবিধা প্রদানে বিশ্বাসী কাঁথি ৩ ব্লকের বনমালীচট্টা হাইস্কুলের হোস্টেল কর্তৃপক্ষ স্কুলের সমস্ত ছাত্রদের জন্য স্থাপন করলো RO প্ল্যান্ট। ঘন্টায় 500 লিটার বিশুদ্ধ করার ক্ষমতা সহ এই পানীয় জলের প্ল্যান্টটি উদ্বোধন করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা। হোস্টেল তহবিল থেকে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে এই প্ল্যান্ট-টি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন হোস্টেল সুপার শিক্ষক অজয় কুমার গিরি। তিনি আরও জানান, বিশেষ মেমব্রেন টেকনোলজি ব্যবহার করে কার্যকরভাবে সমস্ত দূষক অপসারণ করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, শিক্ষক অনুপ সামন্ত, পরিচালন সমিতির সদস্য অশোক প্রধান, প্রাক্তন শিক্ষক অশোক শুর, দীপক মাইতি সহ বহু প্রাক্তন ছাত্ররা।
0 Comments