জনজীবনের বিভিন্ন দাবীতে পথে এস ইউ সি আই (কমিউনিস্ট)
দ্রুত অভয়ার ন্যায় বিচার,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কমানো,বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর চক্রান্ত বন্ধ,জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল,কৃষকের ফসলের ন্যায্যমূল্য, শ্রমিকদের ন্যায্য মজুরী,সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগের দাবীতে ২১ জানুয়ারী কলকাতায় মহামিছিলের প্রস্তুতিতে এস ইউ সি আই (সি)দলের ঘাটাল মহকুমা কমিটির উদ্যোগে আজ ২৯ ডিসেম্বর ঘাটালের কলেজ বাসস্ট্যান্ডে(ঘড়ির মোড়) ও দাসপুর-২ ব্লকের দুধকোমড়া হাটে প্রচারসভা ও আন্দোলন তহবিল সংগ্রহের কর্মসূচী হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন,দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,সুজিত মাইতি,সুব্রত দাস ও ঘাটাল মহকুমা সম্পাদক অঞ্জন জানা প্রমুখ। নারায়ণ চন্দ্র নায়ক বলেন,এই প্রচার সভার কর্মসূচি আগামীকালও চলবে।
0 Comments