কাঁচিচক নেতাজি সোশাল ওয়েলফেয়ার এন্ড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির রজত জয়ন্তী বর্ষ উদযাপন

 কাঁচিচক নেতাজি সোশাল ওয়েলফেয়ার এন্ড রুরাল ডেভেলপমেন্ট  সোসাইটির রজত জয়ন্তী বর্ষ উদযাপন


 ময়না ব্লকের অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁচিচক গ্রামে এই সোসাইটি অবস্থিত। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বাৎসরিক ক্রীড়া,সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই সোসাইটি। গুটি গুটি পায়ে ২৫ তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ উদযাপন করলো এই সোসাইটি। বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠানের আজ শুভ উদ্বোধন হল। উদ্বোধন অনুষ্ঠানে সোসাইটির উদ্যোগে নেতাজির আবক্ষ মুর্তির শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। ফিতে কেটে নেতাজির আবক্ষ মূর্তি উদ্বোধন করা হয়। বেশ কয়েকদিনের অনুষ্ঠানে একদিকে যেমন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তেমনি অন্য দিকে রক্তদান শিবির,  বস্ত্র বিতরণ এবং কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনারও ব্যবস্থা করা হয়েছে। সোসাইটির 25 তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে চার কিমি ম্যারাথন দৌড়ে নতুন সংযোজন করা হল। উদ্বোধক সিদ্ধার্থ বাহুবলিন্দ্র ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মুরারি মোহন ঘোড়াই ,  ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, শিক্ষাবিদ রাম পদ গুছাইত সহ অন্যান্য বিশিষ্টরা।


Post a Comment

0 Comments