এগরা শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
এগরা শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ০১ নং ওয়ার্ড এর এগরা দীঘা মোড় সংলগ্ন এলাকায়।জানা গেছে আজ সকালে ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এবং সঙ্গে সঙ্গে এগরা থানায় খবর দেন। এগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি হসপিটালে পাঠিয়েছে । এগরা থানার পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছেন। মৃত ব্যাক্তির নাম রবি সিং। বয়স আনুমানিকে (৪৫)। স্থানীয় লোকজনের দাবী উনার স্ত্রী পরিবারিক ঝামেলার কারণে হত্যা করে পালিয়ে গেছেন। তবে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
0 Comments