ময়নার শ্রীরামপুরের ব্রিজের সংযোগকারী ঢালাই রাস্তার শুভ উদ্বোধন

 ময়নার শ্রীরামপুরের ব্রিজের সংযোগকারী ঢালাই রাস্তার শুভ উদ্বোধন


 পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীরামপুরের বীজ অনেকদিন আগে উদ্বোধন হলেও ব্রিজের সংযোগকারী ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হল আজ।ব্রিজ উদ্বোধন হওয়ার পর জল্পনায় ছিল এই রাস্তা। এই রাস্তা হওয়ার কোন পরিকল্পনাই ছিল না। ময়নার এই এলাকার অর্থাৎ মল্লিক মোড় এলাকার মানুষজন এই রাস্তা করার জন্য বার বার পঞ্চায়েত সমিতি থেকে ডিএম পর্যন্ত জানিয়েছিল। সেই আপত্তি অবশেষে কার্যকরী হল। এই রাস্তা তৈরি হওয়ায়  শুধু এই এলাকার মানুষ উপকৃত নয়, ময়না দু'নম্বর অঞ্চল, নৈছনপুর ১ এবং নৈছনপুর  ২ নম্বর অঞ্চলের মানুষজন  উপকৃত হবে বলে জানা যায়। এই এলাকার মানুষদের প্রায় দু কিমি রাস্তা কম অতিক্রম করে তমলুক যাওয়ার রাস্তা সুব্যবস্থা করল আজ। তবে এই রাস্তা দিয়ে যাতে বড় কোন গাড়ি যাতায়াত না করে সেদিকে নজর রাখবে প্রশাসন। ফিতে কেটে এই রাস্তার শুভ উদ্বোধন করলেন ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ অন্যান্য অতিথিবর্গরা।


এই রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ  অভয়া দাস, ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার সোমনাথ সিট, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ  সন্দীপন জানা সহ ময়না পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ এবং ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য। অভয়া দাস জানান ব্রিজের এক ধারের সংযোগকারী ঢালাই রাস্তা নির্মাণ হল। আগামী দিনে যাতে অন্য ধারের সংযোগকারী ঢালাই রাস্তা তৈরি করা যায় সেদিকে ব্যবস্থা গ্রহণ করবে। ময়না থানার ওসি তার বক্তব্যে এই এলাকায় একটি ট্রাফিক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন। এই রাস্তা নির্মাণের পিছনে অনেকটা বেশি আগ্রহী ছিল বর্তমানে ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান। অবশেষে নাজিবুর রহমানের তৎপরতায় এই রাস্তা মানুষের যাতায়াত যোগ্য হয়ে উঠল। উদ্বোধন মঞ্চের সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর  রহমান ।

Post a Comment

0 Comments