কুম্ভ মেলায় দুর্ঘটনা করার পর জেলায় ফিরলো প্রথম পূর্ণার্থীদের নিয়ে ট্রেন,চোখে মুখে আতঙ্কের ছাপ
কুম্ভ মেলায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় সারা দেশ জুড়ে শোকের ছায়া। কুম্ভ মেলায় পদদৃষ্টের ঘটনার পর বুধবার রাত সাড়ে এগারোটায় পূর্ব মেদিনীপুরের তমলুক স্টেশনে কুম্ভ মেলা থেকে ফিরলো একাধিক সনাতনী ভক্তেরা। তবে তাদের কুম্ভ মেলায় স্নান করে যেমন আত্মতৃপ্তি ঘটেছে পাশাপাশি গতকাল রাতে যে পদপৃষ্ঠের ঘটনায় এই সমস্ত পুর্নাথিদের মধ্যে রয়েছে রীতিমতো আতঙ্কের ছাপ। বুধবার রাত সাড়ে এগারোটায় এসে পৌঁছায় আনন্দ বিহার- হলদিয়া এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের মধ্যেই ছিলেন কুম্ভ মেলা থেকে আগত একাধিক পূর্ণার্থী। তারা অনেকেই জানান, তাদের স্নানের কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটেছে। তবে তারা কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক ঘটনার খবর পান। এই সমস্ত পূর্ণার্থীদের মধ্যে রয়েছে রীতিমতো আতঙ্কের ছাপ। তবে তারা প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পেরে রীতিমতই খুশি।
0 Comments