পথের সাথী ক্লাবের রক্তদান শিবিরে সুচিকিৎসক তথা প্রাক্তন বিধায়ক সংগ্রাম কুমার দোলাই।
ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবে সরস্বতী মায়ের পূজা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন সুচিকিৎসক তথা ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম কুমার দোলাই মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রদ্যুৎ হাজরা, লালুয়াগেড়িয়া সমবায় সমিতির ম্যানেজার তথা দেউলী আদর্শ বিদ্যাপীঠের পরিচালন কমিটির সভাপতি রঞ্জিত হাজরা, ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি, নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাদেব জালুয়া এবং শক্তিপদ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুচিকিৎসক সংগ্রাম কুমার দোলাই মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গোলাপ ফুল দিয়ে রক্তদাতাদের শুভেচ্ছা জানান।
0 Comments