** বৃক্ষরোপণ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
এই ধরণীর সকলকে আজ
থাকতে হবে হেসে
বৃক্ষরোপণ করতে হবে
হৃদয়ে ভালোবেসে ।
বৃক্ষরোপণ করলে পরে
পড়বো না দূষণ তাপে
মেরুর দেশে বরফ গলনও
কমবে ধাপে ধাপে ।
বন্যা খরা লুকিয়ে যাবে
চুকিয়ে যাবে ধস
বন্যপ্রাণীর উল্লাসেতে
জমছে মনে রস।
মানুষজনও শ্বাস বায়ুটা
নেবে প্রাণ খুলে
ধরার বুকে সকল জীবে
যাবে দুঃখ ভুলে।
ঘূর্ণিঝড়ও যাবে কমে
নামবে বারিধারা
খুশির জোয়ার বিশ্বজুড়ে
ফেলবে দারুণ সাড়া।
0 Comments