** ফলের গাছ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
নানা কালে নানা ফল
হয় ভরে গাছে
সেই ফলের কত রকম
উপকারী আছে।
ফল খেলে বল পাবে
খাও রোজ দিন
দেহ হবে তরতাজা
আর রোগহীন।
ঋতুর যত আছে ফল
খেতে হবে কিছু
রোগ ব্যাধি যাবে ছেড়ে
নেবে কেন পিছু?
ফলে শুধু নয় বল
দেহ করে চনমনে
রাখতে ধরা সবুজ করে
জোর বনসৃজনে।
0 Comments