গঙ্গাসাগর নয় দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তমলুকের পুণ্যার্থীরা
মকর সংক্রান্তির পূর্ণ স্থানের জন্য বিভিন্ন প্রান্ত থেকে সকল পূর্ণর্থীর উপস্থিত হয় গঙ্গাসাগরে, তবে এবার গঙ্গাসাগর নয় দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তমলুকের পুণ্যার্থীরা। মঙ্গলবার সকালে মকর সংক্রান্তি পূর্ণ স্নান করতে গঙ্গাসাগরে যাওয়ার ইচ্ছে থাকলেও বিভিন্ন কারণবশত যেতে না পারায় রূপনারায়ন নদীর পাড়ে এসেই মকর সংক্রান্তির পুণ্য স্নান করছেন পুণ্যার্থীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পুর্নাথিরা তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে স্নান করতে আসছেন তাদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। পাশাপাশি একদিকে যেমন রয়েছে প্রাথমিক স্বাস্থ্যপরিসেবা অন্যদিকে রয়েছে পুলিশের কড়া নজরদারি। সব মিলিয়ে যাতে শান্তিপূর্ণভাবে পুন্যার্থীরা রূপনারায়ণ নদীতে পূর্ণ স্নান করে বাড়ি ফিরতে পারে তাই সব রকম ভাবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
0 Comments