টোটো নিয়ন্ত্রণে আনতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, তাম্রলিপ্ত পৌরসভা এবং তমলুক শহর টোটো চালক ইউনিয়নের বৈঠক।
২০১৬ সালে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় তমলুক শহরে দূষণমুক্ত টোটো চলা শুরু হয়েছিল। প্রথমের দিকে সাধারণ মানুষের সুবিধা হলেও যত দিন যাচ্ছে টোটোর সংখ্যা ততই বাড়ছে। ২০২৪ সালে টোটোর সংখ্যা এসে দাঁড়ায় প্রায় সাড়ে ৬০০। ছোট্ট তমলুক শহরে সাড়ে ছয়শো টোটো চলার ফলে নাভিশ্বাস পথ চলতি মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে টোটো চলার ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ দেন। সেইমতো পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদারকে দায়িত্ব দেয় তমলুক শহরে টোটো চালকদের সঙ্গে কথা বলে টোটো নিয়ন্ত্রণে আনতে। সোমবার তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র স্মৃতি সদন হলে টোটো চালক ইউনিয়নের সদস্যদের নিয়ে আগে বৈঠক করেন মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার। উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ডিএসপি ট্রাফিক চম্পক চৌধুরী, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আবজল এব্রার, টোটো চালক ইউনিয়নের সভাপতি তথা তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়া, সহ একাধিক কাউন্সিলর। বৈঠকে ঠিক হয় বর্তমান সময়ে তমলুক শহরে প্রায় সাড়ে৬০০ টোটো চলাচল করে, তার মধ্যে আড়াইশো টোটো পুনর্নবীকরণ করলেও প্রায় ৩৫০ টোটো লাইসেন্সবিহীন চলাচল করছে। তাই আগামী ভৈরব কাউন্সিলের মিটিংয়ে লাইসেন্স রিনিউয়াল করার কথা বলা হবে তারপরে যদি না করে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নিবে প্রশাসন।
0 Comments