পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশনে খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশান

 পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশনে খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশান 


ময়নার ঐতিহ্যবাহী এবং শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী বিদ্যামন্দির হলো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন।  মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ময়নার অন্যতম সেরা এই বিদ্যালয়।   আজ বিদ্যালয়ে খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশান অনুষ্ঠিত হল। খাদ্য উৎসবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা একাধিক পদের স্টল দেয়। উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীরা খাওয়ার জন্য স্টল গুলিতে ভিড় জমায় । ছাত্র-ছাত্রীদের উৎসাহ এতটাই ছিল উদ্বোধনের মুহূর্তের মধ্যেই সমস্ত খাবার শেষ হয়ে যায়। এছাড়াও বিদ্যালয়ে  সায়েন্স এক্সিবিশান অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিদ্যালয় নবনির্বাচিত পরিচালন সভাপতি মতিলাল মাইতি মহাশয় । এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সামন্ত মহাশয়, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মান্না মহাশয়, এটিএল ইনচার্জ প্রভাকর চৌরাশিরা মহাশয় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সায়েন্স এক্সিবিশানে  ছাত্র-ছাত্রীরা একাধিক বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করে। বিজ্ঞান মডেল প্রদর্শনী দেখার জন্য ছাত্র-ছাত্রীদের  উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এর শিক্ষক, শিক্ষিকা,  শিক্ষা কর্মীবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় খাদ্য উৎসব ও সায়েন্স এক্সিবিশান সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে।

Post a Comment

0 Comments