জেলা শাসকের দপ্তরের নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিনে অনুষ্ঠানে এসে নেতাজির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র।

জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলাশাসকের দপ্তর অনুষ্ঠিত হয় সুভাষচন্দ্র বসুর জন্মদিন অনুষ্ঠান। জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও অতিরিক্ত জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র। বক্তব্য রাখার সময় বিধায়ক সৌমেন বাবু বলেন দেশের জন্য কাজ করতেন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আর এখনকার মুখ্যমন্ত্রী ও একই রকম কাজ করছেন। নেতাজির কাজের সাথে মুখ্যমন্ত্রীর কাজ দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বসু সকলকে নিয়ে কাজ করতেন। আর আমাদের মুখ্যমন্ত্রী সকল কার জন্য কাজ করছেন!সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা কাউকে অনুকরণ করি। মুখ্যমন্ত্রী ও ঘাত প্রতিঘাত যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন সমস্ত কিছু ত্যাগ করেছিলেন তার কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ছিল তিনি বহন করেননি সেটাও আমাদের কাছে যেমন দৃষ্টান্ত, আমাদের মুখ্যমন্ত্রীরও বৃত্তশালিনী হওয়া জায়গা ছিল কিন্তু তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে জনগণের জন্য কাজ করছেন। মহাপুরুষদের সাথে আমাদের মুখ্যমন্ত্রী অনেক কর্মকাণ্ড দেখতে পাই।
0 Comments