আজ প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ময়নার চেষ অ্যাকাডেমি অল বেঙ্গল রেপিড টেস্ট চেষ টুর্নামেন্টের আয়োজন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা ও সারা বাংলা দাবা সংস্থার সহযোগিতায় এ দিনের এই চেষ টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজবাড়ীর সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, শিক্ষারত্নপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষিকা লতিকা মাইতি বেরা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ভৌমিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। প্রধান অতিথীরা দাবার গুটি চেলে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন।
0 Comments