৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি

সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন হল রবিবার। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। প্রায় ৩০ টি ট্যাবলো অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জেলা শাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই ভিড় উপচে পড়ে। পতাকা উত্তোলনের পরে জেলা শাসক পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানান পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
প্রতিটি দপ্তর আজকের এই অংশগ্রহণ করেছে এবং তাদের কাজ ট্যাবলোর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি।
প্রতিবছরের মতো এই বছরও ২৬শে জানুয়ারির কয়েকদিন আগে থেকেই জেলার এন্ট্রি পয়েন্টগুলিতে বিশেষ ভাবে নাকা চেকিং করা হয় এবং জনবহুল এলাকায় হোটেলে, লজ পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ পেট্রোলিং এমনটা জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
0 Comments