ময়নার সোনা জয়ী ছেলের পাশে গোজিনার উপ প্রধান।

 ময়নার সোনা জয়ী ছেলের পাশে গোজিনার উপ প্রধান।


 ময়না ব্লকের  ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর গ্রামের আয়ুষ্মান মাইতি ভাইজাগ থেকে  যোগা ও জিমন্যাস্টিক এ সোনার মেডেল পুরস্কার লাভ করেছে। এর জন্য গর্বিত ময়না বাসি। ময়নার প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ইতিমধ্যে আয়ুষ্মান মাইতিকে সংবর্ধনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে। আজ ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর মহাশয় তাঁর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সোনা জয়ী আয়ুষমান মাইতি কে সংবর্ধনা জানিয়ে পাশে থাকার বার্তা দেন। এমন সংবর্ধনায় আপ্লুত আয়ুষ্মান মাইতি এবং তার পরিবার। উল্লেখ্য  সৌমেন বাবুর এমন উদ্যোগ এই প্রথম নয়। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করেছেন। এলাকায় সাংস্কৃতিক প্রিয় মানুষ হিসেবে তিনি খুবই জনপ্রিয়। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মানুষের ভালো-মন্দ খোঁজ নেয়াটা এক প্রকার অভ্যাসে পরিণত করেছেন।

Post a Comment

0 Comments