ময়না আদর্শ শিক্ষায়তনে খাদ্য উৎসব।

 ময়না আদর্শ শিক্ষায়তনে খাদ্য উৎসব।


 খাদ্য উৎসবে মেতে উঠল ময়না আদর্শ শিক্ষায়তনের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ময়না ব্লকের  বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ংকিয়ারানায় ময়না আদর্শ শিক্ষায়তনে খাদ্য উৎসব অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ময়না পশ্চিম চক্রের  অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় আসিস ঘটক মহাশয়। বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা  বিভিন্ন পদ রান্না করে বিদ্যালয়ে নিয়ে আসে। বিভিন্ন রকমের পদ খাওয়ার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।  উৎসাহ এতটাই ছিল  উদ্বোধনের দশ মিনিটের মধ্যে সব খাবার শেষ হয়ে যায়। প্রথম বছরে হতাশ হয়ে অনেকেই বাড়ি ফিরে যায়। ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি মহাশয় জানিয়েছেন  আগামী বছর আরও বেশি ধরনের  পদের আয়োজন করা হয়।



Post a Comment

0 Comments