** গাছের শোভা ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
গাছগুলো আজ সারি সারি
পথের বাঁকে বাঁকে
গাছের ডালে পাখপাখালি
ওড়ে ঝাঁকে ঝাঁকে।
নতুন নতুন গাছেতে আজ
এসেছে নতুন কুঁড়ি
গাছের প্রতি থাকলে মন
ফল ঝুড়ি ঝুড়ি।
কোথাও আবার ফুলে ভরা
কোথাও পাতা ঝরা
সবুজ গাছের পাতা দেখে
মনটা হয় ভরা।
গহীন বনে শুনবো মোরা
বন্যপ্রাণীর ডাক
বনগুলো আজ বাঁচাতে তাই
করো হাঁকডাক
0 Comments