** উষ্ণায়ন ** দিলীপ কুমার পাত্র
পুড়ছে জঙ্গল উষ্ণায়নে
বইছে খরা বান
মেরুর বরফ গলন দেখি
নেই কি পরিত্রাণ?
ভূগর্ভের জলে পড়ছে টান
জরা ব্যাধিতেই কাবু
ঘূর্ণিঝড়ের দাপটে দুনিয়া
খাচ্ছি হাবুডুবু।
ব্যাহত হচ্ছে জীবের বৃদ্ধি
বাধা শস্য উৎপাদনে
অশনি সংকেত নাড়ছে আগা
প্রতিক্ষণে ক্ষণে।
মহাপ্রলয় থেকেই বাঁচতে হলে
গাছ বসাতে হবে
প্রকৃতির আছে যত জীব
তবেই সুস্থ রবে।
0 Comments