জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের তোরণ উদ্বোধন।

 জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের তোরণ উদ্বোধন।


পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন শিক্ষা বিস্তারের দিক দিয়ে অনেকটা এগিয়ে। কয়েক দিন ধরে চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল আজ। এছাড়া স্কুলের প্রধান গেট অর্থাৎ তোরনের শুভ উদ্বোধন সহ দ্বিতল ছাত্রাবাসেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করলেন স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। এরপর স্কুলের প্রতিষ্ঠাতা এবং ভূমিদাতাদের প্রতিকৃতিতে মাল্য দান করলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অতিথিরা। জানা যায় ময়নার রাজা অর্থাৎ বাহুবলিন্দ্র পরিবারের পূর্বপুরুষদের ভূমিদানে এই জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তন প্রতিষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভূমি দাতাদের পরিবারের পক্ষ থেকে ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, ময়না রাজ পরিবারের সদস্যা শ্রাবণী বাহুবলিন্দ্র, এবং এই তোরণ যাদের আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছে তাদের পরিবারের সদস্যরা। ফিতে কেটে এই তোরনের শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। এদিনের এই মঞ্চ থেকে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়। জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের প্রধান শিক্ষক তরুণ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই স্কুল যাদের ভূমিদানে এবং এই তোরন যাদের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে তাদের পরিবারের মানুষদের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আরও জানান আগামী 31 শে জানুয়ারি ২০২৫ তিনি শিক্ষক জীবন থেকে অবসর গ্রহণ করবেন। তিনি তার অবসর কালে স্কুলের শিক্ষক, শিক্ষিকা অভিভাবক,অনুরাগী এবং ছাত্র-ছাত্রীদের জানান স্কুলের পরিকাঠামো এবং পঠন-পাঠন যেন উত্তরোত্তর সঠিক ভাবে পরিচালিত হয়।

Post a Comment

0 Comments