ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেড়্যা রবীন্দ্র ক্লাব এলাকার অত্যন্ত একটি জনপ্রিয় ক্লাব। এই ক্লাবের আয়োজনে সরস্বতী মায়ের আরাধনা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। কয়েকদিন পর সরস্বতী মায়ের আরাধনা। সেই উপলক্ষে ক্লাবের সদস্যগণ নানারকম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। যা সরস্বতী মায়ের আরাধনার পর শুরু হবে । আজ সকাল ১১ টায় রক্তদান শিবিরের উদ্বোধন হয়। এই রক্তদান শিবিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির সদস্যগণ রক্তদাতা এবং অতিথিগণকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
0 Comments