** জ্ঞান পাপীরা সবই জানে** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
ব্যাঘ্র বলে থাকবো না বনে
হবো আমি সন্ন্যাসী
জপে তপে কাটবে জীবন
রইব উপবাসী।
হস্তি বলে এই অরণ্যে
আহার নেই কিছু
গন্ডার বলে আমিও ভাই
নেবো তোমার পিছু।
শেয়াল বলে আমারও তো
হয়নি কদিন ভোজন
হরিণ বলে স্বাস্থ্য ভেঙে
কমে আমার ওজন।
বিহগ বলে ফল জল
নিয়েছে ওরা কেড়ে
সর্প বলে আসে মানুষ
আমাদেরও তেড়ে!
কেশরী বলে নামে রাজা
আমরাও নিরুপায়
এমনিভাবে বনে কি আর
টিকে থাকা যায়!
জ্ঞান পাপীরা সবই জানে
মহাসঙ্কটের কথা
বন আর বন্যপ্রাণে
ঘামায় কি আর মাথা?

6
0 Comments