** সবুজে শান্তি ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী
** সবুজে শান্তি ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী
শাকসবজি সবুজ চাই
সবুজে যাই ফিরে
সবুজ বনের স্বপ্নটা
থাকুক মনে ঘিরে।
সবুজ চা ভালোই লাগে
আর সবুজ বাজি
সবুজ মাফলার গড়তে মোরা
এক পায়েতেই রাজি।
সবুজ বলয় কারখানায়
নিয়ম মেনে চলে
সবুজ রক্ষায় সবুজ বেঞ্চে
ভিড়ব দলে দলে।
সাহারাতেই উঠছে গড়ে
মস্ত সবুজ প্রাচীর
সবুজ ট্রাইব্যুনালে যেতে ভাই
থাকতে হবে হাজির।
সবুজ দ্বীপের সবুজ ঘরে
এসো করি চাষ
সবুজ বিপ্লবে আসলে জোয়ার
করব সুখে বাস।
সবুজ করিডর সবুজ সংকেতে
রেখো না তো খামতি
সবুজেতে দারুন মজা
সবুজেই শান্তি।
0 Comments