** প্রকৃতির টানে ** দিলীপ কুমার পাত্র( বৃক্ষপ্রেমী)
বলছে অরণ্য বলছে দিঘী
বলছে সবুজ ঘাস
মনের সুখে দেখবি রূপ
সময় যদি পাস।
ডাকছে পাহাড় ডাকছে ঝর্ণা
ডাকছে নদ নদী
প্রাণ খুলে ঘুরে বেড়া
ছুটি থাকে যদি !
ডাকছে মরু ডাকছে তরু
ডাকছে কত তারা
রূপের বাহার দেখে তোরা
হোস্ আত্মহারা।
হাসছে আকাশ হাসছে বাতাস
হাসছে সাগর জল
ভালো তোদের লাগবেই
দেখতে তোরা চল্।
ডাকছে পশু ডাকছে পাখি
ডাকছে কারা বল্
প্রকৃতির টানে আয়
কচিকাঁচার দল।
0 Comments