সাত দিন ধরে চলা ময়নায় পৌষ সংক্রান্তির মিলন উৎসবের সমাপ্তি

 সাত দিন ধরে চলা ময়নায় পৌষ সংক্রান্তির মিলন উৎসবের সমাপ্তি


ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলী শ্মশান কালী ও শ্যামপুর গঙ্গাবাজার মাঠে অনুষ্ঠিত হল শুভ পৌষ সংক্রান্তি মিলন উৎসব তৎসহ  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায় নৈছনপুর এক যুবগোষ্ঠী। সহযোগিতায় শ্যামপুর গঙ্গাবাজার কমিটি ও দেউলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল ৯ জানুয়ারি। গতকাল অর্থাৎ ১৫ ই জানুয়ারি এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি হল। কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যেমন বসে আঁকো প্রতিযোগিতা , শঙ্খ বাজানো প্রতিযোগিতা, তবলা লহড়া , আবৃত্তি প্রতিযোগিতা,  নিত্য প্রতিযোগিতা,  সংগীত প্রতিযোগিতা সহ মিনি ফুটবল প্রতিযোগিতা এবং সট পিচ টিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। গতকাল ছিল এই অনুষ্ঠানের শেষ দিন। শেষ দিনের অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক , নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ  সহ অন্যান্য একাধিক গুণী ব্যক্তিবর্গগণ। গুণী ব্যক্তিদের হাত দিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল।

Post a Comment

0 Comments