বর্তমানে ময়নার বিভিন্ন স্কুলগুলিতে খাদ্য উৎসব খুবই জনপ্রিয়। ইতিমধ্যে ময়নার বিভিন্ন স্কুলে খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়ে গেছে। আজ ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোকুলনগর ত্রিলোচন বিদ্যাপীঠে খাদ্য উৎসব বা ফুড ফেস্টিভেল অনুষ্ঠিত হলো। চিকেন কষা চিকেন বিরিয়ানি থেকে শুরু করে একাধিক পদের সম্ভার নিয়ে ছাত্রছাত্রীরা স্টল দেয়। স্টল গুলিতে ২৫ রকমের খাবার সজ্জিত থাকে। তবে ছাত্রছাত্রীরা তৃপ্তি করে খাওয়ার জন্য ভিড় জমায় মূলত বিরিয়ানি স্টল এবং ফুচকার স্টলে। অন্যান্য স্টল গুলির খাবারও আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। গোকুলনগর ত্রিলোচন বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মীবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ সহ বিভিন্ন স্তরের গুণীজনের ঐকান্তিক প্রচেষ্টায় খাদ্য উৎসবটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে।
0 Comments