তমলুকে আকাশ পর্যবেক্ষণ ও সেমিনার

 তমলুকে আকাশ পর্যবেক্ষণ ও সেমিনার 


আজ তমলুক সায়েন্স সোসাইটির পক্ষ থেকে তমলুক বিদ্যাসাগর কৃষ্টি সম্মিলনী ভবনে (Artificial Intelligence) কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি সেমিনার এবং টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ কর্মসূচি হয়েছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অধ্যাপক ডক্টর মানস কুমার মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সম্পাদক সুমন্ত সি, তমলুক সোসাইটির সভাপতি অধ্যাপক মদন মোহন মাইতি, সম্পাদক গুরু প্রসাদ জানা প্রমুখ। অধ্যাপক মানুষ কুমার মাইতি সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। সুমন্ত সি আগামী 8-10 ফেব্রুয়ারি কেরালায় তৃতীয় সর্বভারতীয় বিজ্ঞান সম্মেলন সফল করে তোলার আহ্বান জানান।পরে আকাশ পর্যবেক্ষণ হয়। উপস্থিত ছাত্রছাত্রীরা তা উৎসাহের সাথে উপভোগ করে।

Post a Comment

0 Comments