পিংলার সংগ্রামচক এলাকায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার

 পিংলার  সংগ্রামচক এলাকায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার


আজ সাত সকালেই পিংলা থানার অন্তর্গত সংগ্রামচক প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধাকে ঘিরে  চাঞ্চল্য ছড়ায়। সংগ্রামচক গ্রামের পাড়ার মধ্যে একটি রাস্তার ধারের নয়নজলিতে পড়ে থাকতে দেখা যায় এই ব্যক্তির মৃতদেহ। হাঁটু গেড়ে জলের ধারে চিত হয়ে পড়ে থাকতে দেখা যায়। তবে দেহটি বিগত বেশ কয়েকদিন আগে থেকেই এলাকার মানুষের অলক্ষে পড়ে থাকার কারণেই দেহটির সিংহভাগ পচন ধরেছে।তবে এই ব্যক্তির এখনো পরিচয় জানা যায়নি। এলাকার মানুষ একে চিনতে পারছে না। ঘটনাস্থলেই পিংলা থানার প্রশাসন এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন।

Post a Comment

0 Comments