কিয়ারানা অভিযাত্রী ক্লাবের চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন শিবির
ময়নার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ক্লাব হল কিয়ারানা অভিযাত্রী ক্লাব। অভিযাত্রী ক্লাবের আভিজাত্যের কথা ময়নার বিভিন্ন স্তরের মানুষের মুখে জানা যায়। ৫০ বছর অতিক্রান্ত এই ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পূজা এবং আলোকসজ্জা বছরের পর বছর মানুষের মনে আলাদা স্থান করে নিয়েছে। আজ অভিযাত্রী ক্লাবের আয়োজনে আড়ং কিয়ারানা ১ নং প্রাথমিক বিদ্যালয়ে বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হলো। পরিচালনায় হলদিয়া বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন। বেলা ১০ টায় শিবিরের উদ্বোধন হয়। চক্ষু পরীক্ষা শিবির উদ্বোধন হওয়ার বহু পূর্বেই বহু মানুষের সমাগম ঘটে। বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করতে পারায় খুশি সকলে। এই ধরনের শিবির যাতে আরো বেশি বেশি করে হয়,যারা চক্ষু পরীক্ষা করাতে এসেছেন তারা চাইছেন। কারণ পৃথিবীটা এত সুন্দর চোখের জন্য দেখা সম্ভব। পৃথিবীর সৌন্দর্য আমাদের চোখ ভালো থাকলেই তবেই দেখা সম্ভব হবে। আজকের এই শিবিরে যতজন চক্ষু পরীক্ষা করাতে এসেছেন সকলের সুস্থতা কামনা করি।
0 Comments