একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির ময়নায়।

 একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির ময়নায়। 


পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অন্তর্গত আতমা প্রকল্পে ময়না ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির। ময়না পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মূলত কৃষি কার্যে কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায়, এই নিয়ে এ দিনের এই আলোচনা শিবির। এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, ময়না ব্লকের কৃষি অধিকর্তা আনন্দ শংকর  সিংহ , ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নির্মল মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।

Post a Comment

0 Comments