ময়নার তিলখোজা অঞ্চলে খুদে চার খেলোয়াড়কে সম্বর্ধনা

 ময়নার তিলখোজা অঞ্চলে খুদে চার খেলোয়াড়কে সম্বর্ধনা


প্রাথমিক স্তরের খেলায় ব্লক,মহাকুমার, জেলা ছাড়িয়ে রাজ্যে খেলতে যাচ্ছে  ময়নাচক্রের ১০ জন খেলোয়াড়। জানা যায় ময়নাচক্রের দশজনের মধ্যে তিলখোজা গ্রাম পঞ্চায়েতের স্কুলগুলির মধ্যে রয়েছে চার জন। তিলখোজা অঞ্চলের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল শিক্ষক ও শিক্ষিকাগনের যৌথ উদ্যোগে এই চারজনকে আজ সম্বর্ধিত করা হল। বাঁকি প্রাথমিক  বিদ্যালয়ের কক্ষ গৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । এই চারজন ছাত্রছাত্রী হলেন চংরা ৩ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অস্মিতা দুয়া,  যোগা ক বিভাগে উত্তীর্ণ হয়েছে। বাঁকি ভান্ডারচক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র কৃষ্ণেন্দু মাইতি, ২০০ মিটার দৌড়ে খ বিভাগে উত্তীর্ণ হয়েছে। চংরা আংশিক বুনিয়াদির ছাত্রী রিমি সেন যোগা গ বিভাগে উত্তীর্ণ হয়েছে  এবং তিলখোজা মোক্তব প্রাথমিক বিদ্যালয় ছাত্র অনিমেষ মাইতি গ বিভাগ  জিমন্যাস্টিকে উত্তীর্ণ হয়েছে। এরা আগামী দিনে রাজ্যে খেলতে যাবে। আজ এদেরকে সম্বর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিলখোজা মোক্তব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সার্কেল লেভেল স্পোর্টস অবজার্ভার 2025  সুজিত কুমার দাস, অঞ্চল স্পোর্টস সম্পাদিকা তথা বাঁকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভশ্রী দাস, ময়না চক্রের পোর্টস সম্পাদক শুভম ঘোড়াই, শিক্ষক স্বরূপ রায়, নারায়ণ মাহার, বিদেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

Post a Comment

0 Comments