** গর্বের দেশ হবে ** দিলীপ কুমার পাত্র
বিপদে আপদে থাকো
হাসি খুশিতে রাখো
মজে থাকো পরোপকারে
নয় আর টানাটানি
করবে না হানাহানি
রেখো মনে বারে বারে।
ভালো কিছু করো
শক্ত হাতে ধরো
খুলে দাও হৃদয়দ্বার
সহজ করে বলো
সত্য পথে চলো
এই হোক অঙ্গীকার।
বদ কর রদ
হও তবে সৎ
করব কাজ সবে
জাতপাত ভুলে
দম্ভ রাখি তুলে
গর্বের দেশ হবে।
0 Comments