শুভেন্দুর গড়ে গেরুয়া শিবিরকে হারিয়ে এগরায় সমবায় ভোটে জয় তৃণমূলের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়ে’ ধরাশায়ী বিজেপি । পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের তেলামি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। মোট ৯ টি আসনের মধ্যে ৬ টি আসন দখল করলো শাসকদল । সোমবার সকাল থেকে কড়া পুলিসি নিরাপত্তায় এগরা ১ ব্লকের তেলামি সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয়। বিকেল না গড়াতেই ৯ টি আসনের মধ্যে ৬ টি আসনে জয়ী হয় তৃণমূল। ৩ টি আসনে জয়লাভ করে BJP। মোট ভোটার ছিল ৭৫০ । ভোট পড়েছে ৬২১ টি । এর আগে এই সমবায় সমিতিতে কোনো নির্বাচন হয়নি। সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে সবুজ আবির মাখিয়ে উল্লাসে মাতলো তৃণমূল কর্মী সমর্থকেরা । এই বিষয়ে সাহাড়া অঞ্চল তৃণমূলের তৃণমূল নেতা মিলন কুমার দে বলেন এই সমবায়ে দির্ঘদিন নির্বাচন হয়নি।
এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই প্রতিকূলতাকে কাটিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ‘এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে । উন্নয়নের সঙ্গে আছে'। বিজেপি নেতা অরূপ কুমার দাস বলেন আমরা এই পরাজয় স্বীকার করে নিচ্ছি। যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে আগামীদিনে তাঁর সমাধান করা হবে। সমবায় নির্বাচনে শাসক দল তাঁর পেশির ক্ষমতা দেখানোর চেষ্টা করে। আমাদের কাছে যতটুকু খবর বিজেপির ভোটারদের ভয় ও ধমক দেয় তৃণমূল। ভোট দিতে যেতে বাধা দেয় শাসক দল। তৃণমূল কংগ্রেস নিজের শক্তি কায়েম করার জন্য সব রকম শক্তি লাগিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। আগামীদিন প্রতিকে লড়াই হলে বিধানসভা নির্বাচনে মানুষ তাঁর জবাব দিবে।
0 Comments