নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল ইঞ্জিন ভ্যান। ঘটনায় মৃত্যু এক, আহত দুই।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ময়নায় চাঁদিবেনিয়া থেকে ইঞ্জিনভ্যানে করে নিমতৌড়িতে পান নিয়ে আসার সময় ময়না থানার সামনে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় ইঞ্জিনভ্যান । ঘটনায় গুরুতর জখম হয় তিনজন। তাদের উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কমল মন্ডল (৪০)কে মৃত বলে ঘোষণা করে। মৃত কমল মন্ডলের বাড়ি ময়না থানার চাঁদিবেনিয়া এলাকায়।বাকি আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় ময়না হাসপাতালে এবং জেলা হাসপাতালে আছে বলে জানা গিয়েছে ।
ময়না থানার ওসি সোমনাথ সিট বলেন, ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে, তদন্ত চলছে।
0 Comments