** গ্রন্থ মেলা ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
একটা বছর অপেক্ষারই
ঘটে অবসান
শিক্ষা ছাড়া কোনভাবেই
বাড়ে কি আর মান !
মুঠো ফোনে থেকো না ডুবে
বেড়াও মেলা হেঁটে
সব কিছু পাবে এতে
দেখি গ্রন্থ ঘেঁটে।
গ্রন্থ মেলা মিলন মেলা
হরেক রকম গ্রন্থ
এমন ভালো মিত্র পেতে
খুঁজি হন্তদন্ত।
গ্রন্থ কেনার হইচই
দেখি ষ্টলে ষ্টলে
গ্রন্থ ছাড়া নেই গতি
সকলে আজ বলে।
আসেন কবি এই মেলাতে
ভিন জেলা থেকে
মঞ্চে উঠে করছে পাঠ
খাতার পাতা দেখে।
কবি ঘোরেন কবির সনে
ভাবটা কবি কবি
আজকে ভীষণ পড়ে মনে
নজরুল থেকে রবি।
জ্ঞানের হাটে আসছে সবাই
হাসে মুখে মুখে
গ্রন্থ পড়ে নিয়ে জ্ঞান
কাটায় জীবন সুখে।
গ্রন্থ রাখো গ্রন্থাগারে
আর ঘরে ঘরে
হৃদয়েতে রাখলে তারে
খুশিতে মন ভরে।
0 Comments