চন্ডিপুরে প্রায় ৩০ হাজার লিটার চোরাই কেরোসিন তেল বাজেয়াপ্ত করলো পূর্বমেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা

সূত্র মারফত জানা গেছে ১৭ ই ফেব্রুয়ারি বিকাল ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকগণ নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে চন্ডিপুর থানার নন্দপুর বাস স্টপেজের উল্টোদিকে এড়াশাল মৌজাস্থিত এক ব্যক্তির বাড়ি red করে। খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। চন্ডিপুর থানা সংলগ্ন ১১৬বি জাতীয় সড়কে তেল বোঝাই দুটি ট্যাঙ্কার আটক করাহয় ।
সূত্র মারফত আরো জানাগেছে ওই ব্যক্তি নীল রঙের কেরোসিন তেল চুরিকরে বাড়িতে এনে বিশেষ ধরণের রাসায়নিক মিশিয়ে নীলরং ভ্যানিশ করতো। এবং ওই বিবর্ণ কেরোসিন তেল ট্যাঙ্কার বোঝাই করে বাইরে পাচার করতো। জানাগেছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিলো। পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে ধাওয়া করে অবশেষে এই চোরা কারবার পাকড়াও করতে সক্ষম হয়েছে । জেলা এনফোর্সমেন্টের পদস্থ আধিকারিক সহ ডিসপি হেডকোয়ার্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকের উপস্থিতিতে চোরাকারবারির বাড়িটি সীল করা হয় এবং তেলট্যাঙ্কার-এর দুজন ড্রাইভার এবং দুজন সহযোগী সমেত মোট চারজনকে আটক করাহয় । সেইসঙ্গে জেলা এনফোর্সমেন্টের তরফে দুটি ট্যাঙ্কার ও বেশকিছু ড্রামসহ প্রায় ২৫-৩০ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করাহয় এবং নীল রঙের তরল পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করাহয় ।
এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0 Comments