মুখ্যমন্ত্রী মহাকুম্ভ কে মৃত্যু কুম্ভ বলার প্রতিবাদে তমলুকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ বিজেপির।

 মুখ্যমন্ত্রী মহাকুম্ভ কে মৃত্যু কুম্ভ বলার প্রতিবাদে তমলুকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ বিজেপির।


প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা৷ এর মধ্যে বারেবারে ঘটেছে দুর্ঘটনা৷ পদপৃষ্ট থেকে আগুল লাগার ঘটনায় বিপর্যয় নেমেছে প্রয়াগরাজে৷ মহাকুম্ভে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ‘মৃত্যু কুম্ভ’ বলে উল্লেখ করেছেন তিনি৷ গোটা ঘটনার জন্য উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, “মহাকুম্ভের নামেই মানুষের মৃত্যু হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। এই ধরনের দুর্ঘটনার জন্য কে দায়ী?” তিনি আরও অভিযোগ করেন, “এত মানুষ মেলার মধ্যে প্রাণ হারাচ্ছেন, অথচ সরকার কিছুই করছে না।”
এই মহাকুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলায় সনাতনীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তমলুক শহর নগর মণ্ডলের পক্ষ থেকে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে তমলুক শংকর আড়া বাসস্ট্যান্ডে করা হয় প্রতিবাদ। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয়। 
উপস্থিত ছিলেন তমলুক শহর নগর মন্ডল ৫ এর সভাপতি অনিন্দ্য সুন্দর দাস সহ বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা।

Post a Comment

0 Comments