অভয়ার সুবিচারের দাবিতে মেছাদায় প্রতিবাদ অবস্থান

 অভয়ার সুবিচারের দাবিতে মেছাদায় প্রতিবাদ অবস্থান


আরজিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীর নিশংস ধর্ষণ ও খুনের ঘটনার ৬ মাস অতিক্রান্ত। সুবিচারের দাবিতে দুর্নীতি, থ্রেট কালচার বন্ধের দাবিতে, আজ ৯ ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে মেছাদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ক্ষুদিরামূর্তির পাদদেশে একটি প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রগ্রেসিভ কালচারাল এসোসিয়েশন অফ ইন্ডিয়া, পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানে গান আবৃত্তি প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ ধ্বনিত হয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদী গান এবং আবৃত্তির পাশাপাশি বক্তব্য রাখেন আহ্বায়ক মঞ্জুশ্রী মাইতি, মেছেদাবাসীর পক্ষ থেকে ডাক্তার কালিশংকর পাত্র, কবি চন্দন সামন্ত প্রমূখ। যতদিন না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে তারা জানান। পাশাপাশি প্রতিদিন দেশজুড়ে নারী নির্যাতনের যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Post a Comment

0 Comments