রুদ্রেশ্বর ক্লাবের রক্তদান শিবিরে রক্তদান করলেন কর্মাধ্যক্ষ সন্দীপন জানা।

 রুদ্রেশ্বর ক্লাবের রক্তদান শিবিরে রক্তদান করলেন কর্মাধ্যক্ষ সন্দীপন জানা।


ময়না ব্লকের  নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদাঁড়ি মাঝেরপাড়া বাবা রুদ্রেশ্বর  ক্লাব ময়না ব্লকের অত্যন্ত একটি জনপ্রিয় ক্লাব। এই ক্লাবের জনপ্রিয়তার প্রধান কারণ ময়নার সেরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজক কমিটির মধ্যে অন্যতম এই ক্লাব। সরস্বতী পূজা উপলক্ষে যে কয়েকদিন বাপি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটল। ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানার রক্তদানের মধ্য দিয়ে   রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাজাহান আলী, সহ-সভাপতি রনজিত বল, শিক্ষা কর্মাধ্যক্ষ  সন্দীপব্রত দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, নারী ও শিশু কর্মাধ্যক্ষ সুমনা মাইতি প্রধান, খাদ্য কর্মাধ্যক্ষ উমা শাহু, ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি,নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ, উপ-প্রধান প্রদ্যৎ হাজরা, গ্রাম পঞ্চায়েত সদস্য মহাদেব জালুয়া, কালিকাদাঁড়ি গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্যা টুকুরানি মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এছাড়াও রক্তদান শিবিরের শেষ লগ্নে রক্তদাতাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল।

Post a Comment

0 Comments