ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান।

 ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান।


ময়নার একমাত্র জেনারেল ডিগ্রী কলেজ ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান অনুষ্ঠিত হলো ।  আয়োজনে  ময়না কলেজ NSS ইউনিট ৩। উপস্থিত ছিলেন আঞ্চলিক অধিকর্তা  NSS কলকাতা, মিস্টার বিনয় কুমার, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডক্টর দেবদুলাল ব্যানার্জি, ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পন্ডা,  IQAC কো অর্ডিনেটর ডঃ সুমিত কুমার মান্না, ময়না কলেজ এন এস এস   ইউনিট ৩ এর প্রোগ্রামিং অফিসার, শতরূপা মাহাতো, জয়িতা প্রামাণিক এবং ডক্টর অনুজিৎ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বচ্ছ পরিবেশ সুস্বাস্থ্য অর্জন করতে সহায়ক। তাই উপস্থিত অতিথিগণ  স্বচ্ছতার শুভ সূচনা নিজের বাড়ি থেকে শুরু করার পরামর্শ দেন। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কলেজের ছাত্র-ছাত্রীরা সুন্দর সুন্দর ছবি আঁকে।

Post a Comment

0 Comments