শিক্ষারত্ন অনুপ ভৌমিক পেলেন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড ২০২৫

 শিক্ষারত্ন অনুপ ভৌমিক পেলেন গোল্ডেন বুক অ্যাওয়ার্ড ২০২৫ 


পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ ময়না দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ভৌমিক। তিনি ২০১৪ সালের নভেম্বর মাস থেকে প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলাচ্ছেন। পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও d.el.ed, b.ed, m ed প্রশিক্ষণ প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিত্যিক হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন| তিনি পেয়েছেন ছোট বড় অনেক পুরস্কার ও সম্মাননা | এর মধ্যে উপেন্দ্র চন্দ্র মল্লিক স্মৃতি পুরস্কার, বাংলা চলচ্চিত্র প্রচার সমিতি প্রদত্ত কিশোর কুমার পুরস্কার, একাডেমি অফ বেঙ্গলি পোয়েট্রি প্রদত্ত কবিগুরু স্মারক সম্মান ও  বিবেকানন্দ সদ ভাবনা পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষকতার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন ও সমাজসেবা  মূলক বিভিন্ন কাজে যুক্ত থাকেন। এছাড়াও বৃক্ষরোপনের প্রতি রয়েছে অগাধ ঝোঁক।  প্রকাশিত বইগুলির মধ্যে কম্পিউটার ভূত বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ ময়না দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার ভৌমিক  ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন সম্মাননা ভূষিত হয়েছেন। সর্বশেষ -  টাচেবিলিটি অ্যান্ড টেরোরিজম বইয়ের জন্য উইংস পাবলিকেশন ইন্টারন্যাশনাল প্রদত্ত গোল্ডেন বুক অ্যাওয়ার্ড উইনার।

Post a Comment

0 Comments