তমলুকে ফ্লাইওভার নির্মাণসহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্টেশান মাস্টারের কাছে ডেপুটেশন

 তমলুকে ফ্লাইওভার নির্মাণসহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে স্টেশান মাস্টারের কাছে ডেপুটেশন


তমলুক স্টেশন মাস্টারের কাছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। তমলুকের ডহরপুর মানিকতলা এবং তালপুকুরে রেল লাইনের উপর ফ্লাইওভার নির্মাণের দাবি, মাতঙ্গিনী স্টেশনকে পূর্ণাঙ্গ স্টেশনে রূপদান, প্লাটফর্মে পানীয় জল শৌচালয়, পূর্ণাঙ্গ শেড নির্মাণ, ট্রেনের সংখ্যা বাড়ানো প্রকৃতির দাবিতে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য লেখা রায়, শম্ভু মান্না, লোকাল কমিটির সদস্য সুমিত রাউত, তপন জানা প্রমুখ।
অস্বাভাবিক ট্রেন লেট, পূর্ব ঘোষণা ছাড়া ট্রেন বাতিল, রেলের বেসরকারিকরণের প্রতিবাদে আগামী ২৭ শে ফেব্রুয়ারি খড়গপুর ডিআরএম দপ্তরের গণ বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি গরম গ্রহণ করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। বিভিন্ন স্টেশনে দলের পক্ষ থেকে প্রচার ও স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সমস্যা নিয়ে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হচ্ছে।
শম্ভু মান্না বলেন আগামী ২৭ তারিখ ট্রেন লেটের প্রতিবাদে যেমন খড়্গপুরে বিক্ষোভ হবে তেমনি স্থানীয় দাবিগুলি নিয়ে আমরা গণকমিটি গড়ে তুলে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি।

Post a Comment

0 Comments