পাঁশকুড়া মাইসোরার ফকির বাজার এলাকায় আজ সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেলল এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশম সামগ্রী দিচ্ছে না। বিল চাইলেও বিল দিত না। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার। আজ হাতেনাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে,পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয়....এক এলাকাবাসীর অভিযোগ, তার পরিবারের দুটি AAY কার্ড থাকা সত্বেও তাকে 18কেজি চাল,19 প্যাকেট আটা দেওয়া হয়েছে,
0 Comments