জায়গা দখল কে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে সংঘর্ষ,আহত দুই পক্ষের বেশ কয়েকজন
জায়গা দখল কে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে সংঘর্ষ,আহত দুই পক্ষের বেশ কয়েকজন,ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণগঞ্জ গ্রামে,ওই ব্যক্তির প্রতিবেশী সিতা সিং বলেন,আমরা 40 বছর ধরে এখানে বসবাস করছি,এই রাস্তা দিয়েই যাতায়াত করি,হঠাৎ করে তাদের প্রতিবেশী সুদীপ বাসুলী কাউকে কিছু না জানিয়ে,তাদের বাড়ির সামনে খু্ঁটি পুতে দেয়,সেই কাজে বাঁধা দিতে গেলে আমাদের মহিলাদের ওপর চড়াও হয়,গুরুতর আহত হয় 2 জন,তাদের
তৎক্ষণাৎ পাতন্দা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে তমলুক নিয়ে যাওয়া হয়, এই প্রসঙ্গে সুদীপ বাসুলী জানান, আমি আমার রায়ত জায়গায় ঘেরেছি, এর আগেও একাধিকবার খেতে গিয়েএর আগেও একাধিকবার ঘেরতে গিয়ে, হুমকির মুখে পড়তে হয়েছে, তাই আমি 144 ধারা জারি করে, কাজটা শুরু করি, গতকাল ঠিকঠাক কাজ হয়েছিল আজ যখন কাজ করতে যায়, আমাদের মারধর করে, এই ঘটনায় আমার ভাই আহত হয়েছে, আমরা কোন মারধর করিনি।
0 Comments