শীতলা মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহাযজ্ঞ ও অন্ন প্রসাদ বিতরণ।
ময়না ব্লকের অন্তর্গত গোজিনা গ্রাম পঞ্চায়েতের কৃপানন্দপুর গ্রামে শীতলা মায়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন, মহাযজ্ঞ এবং অন্ন প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। প্রসঙ্গত এই শীতলা মায়ের মন্দির গত বছর নবনির্মিত হয়ে প্রতিষ্ঠা করা হয়। আর সেই কারণে তিথি অনুযায়ী সোমবার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে পূজার্চনা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং অন্ন প্রসাদ বিতরণ করা হয়। কৃপানন্দপুর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক শ্যামচাঁদ বেরা জানান গ্রামের অত্যন্ত প্রাচীন প্রায় ৩০০ বছরের অধিক পুরানো এই শীতলা মায়ের মন্দির। এই মন্দির ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। তাই গত বছর নতুনভাবে নির্মিত হয়ে প্রতিষ্ঠিত হয়। এবছর পুনরায় প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। এলাকার এবং বেশ কয়েকটি গ্রামের মানুষের সাহায্য ও সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই মহাযজ্ঞ মূলত বিশ্ব শান্তির লক্ষ্যে এবং সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়।
0 Comments