ময়না ২ গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক মুক্ত করতে সচেতনতা শিবির।
দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ বেশি বেশি করে প্লাস্টিক ব্যবহার করতে শুরু করেছে। অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করার ফলে পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে। প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে ভালো রাখার জন্য উদ্যোগী হল সরকার। গতকাল সরকারিভাবে ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সচেতনতা শিবির এবং শোভাযাত্রা লক্ষ্য করা গেল। সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিগণ মানুষকে প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে প্লাস্টিক ব্যবহার না করার বার্তা দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, প্রধান নমিতা দোলাই, উপপ্রধান বুদ্ধদেব পঁড়া, গ্রাম পঞ্চায়েত সদস্য দিলীপ দোলাই, অভিজিৎ দাস, আধিকারিক শম্ভুনাথ দোলাই, দক্ষিণ ময়না হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিবেকানন্দ সাহু সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 Comments