পূর্ব মেদিনীপুরে ফের প্রকাশ্যে আদি নব্য বিজেপির দ্বন্দ্ব,

 পূর্ব মেদিনীপুরে ফের প্রকাশ্যে আদি নব্য বিজেপির দ্বন্দ্ব, 


ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদজাপন ঘিরে প্রকাশ্যে দিলীপ গোষ্ঠী ও শুভেন্দু গোষ্ঠীর তরজা,দিলীপ ঘোষ ট্র্যাকের বাইরে চলছেন দাবি বিজেপির এক গোষ্ঠীর,দিলীপ ঘোষকে ব্রাত্য করেছে শুভেন্দু কটাক্ষ তৃণমূলের।
বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পরেই শমিক ভট্টাচার্যের কড়া বার্তা ছিল বিজেপির মধ্যে আদি এবং নব্য দ্বন্দ্ব রাখা চলবে না। সকলকেই একসাথে কাজ করতে হবে। তার বক্তব্যের পরের দিনই পূর্ব মেদিনীপুরের কাকটিয়াতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে একটি স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।স্মরণ সভার আয়োজক ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ন মাইতি, বিজেপির পঞ্চায়েত সদস্য তাপস বারিক,তন্ময় সাঁতরা প্রমুখ।অনুষ্ঠানে দেখা যায়নি বিজেপির বর্তমান জেলা নেতৃত্বের কাউকেই।অনুষ্ঠানের আহ্বায়ক বিজেপির আদি গোষ্ঠী তাদের পক্ষ থেকে নারায়ন মাইতি বলেন তারা রাজনীতিতে থাকলেও তাদের সক্রিয় ভাবে রাখা হয়নি।এই বিষয়েই দিলীপ ঘোষ কে কটাক্ষ বিজেপির নব্য নেতৃত্বর,বিজেপি নেতা সুকান্ত চৌধুরী বলেন দিলীপ ঘোষ ট্র্যাকের বাইরে চলছেন,উনি সংঘের সদস্য হয়ে সংগঠন মানছেন না।কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে।স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কে কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি।দিলীপ ঘোষ বলেন "কমিউনিস্ট পার্টি ৩৪ বছরে মানুষকে ভিখারী করে দিয়েছে ,তাদের আবার পাকিস্থানের জন্যে কষ্ট হচ্ছে , এ হারামজাদা গুলো এত শয়তান"। সিপিআইএম জেলা কমিটির সদস্য পরিতোষ পটনায়েক বলেন দিলীপ ঘোষের এই কুকথা রাজনীতিকে কলুষিত করছে,উনি কোনদিকে যাবেন নিজেই ঠিক করতে পারছেন না।সভামঞ্চে থেকে সিপিআইএম কে কড়া আক্রমণ এবং মোদি স্তুতি করলেও তৃণমূলকে আক্রমণ করতে দেখা যায়নি দিলীপ কে। যদিও এই নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তমলুক সংগঠনিক জেলা সভাপতি বলেন দিলীপ ঘোষকে ব্রাত্য  করেছে শুভেন্দু অধিকারী। ভারতের জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা আদি কর্মী তাদেরকে বসিয়ে দিচ্ছে।বিজেপির দুই গোষ্ঠীর প্রকাশ্যে তরজা নিয়ে তমলুকে তুঙ্গে রাজনৈতিক চাপান উতর।

Post a Comment

0 Comments